রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মিথ্যা ছড়ানো হচ্ছে ইন্টারনেটের সব খবর বিশ্বাস করবেন না

প্রতিদিন ডেস্ক

মিথ্যা ছড়ানো হচ্ছে ইন্টারনেটের সব খবর বিশ্বাস করবেন না

ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা সদস্যদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইন্টারনেটের ভুয়া খবর বিশ্বাস না করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। পুতিন বলেন, আপনারা টেলিভিশনে যা দেখেন কিংবা ইন্টারনেটে যা পড়েন- তার  সব কিছু বিশ্বাস করবেন না, কারণ এখন প্রচুর ভুয়া খবর এবং মিথ্যা ছড়ানো হচ্ছে। সূত্র : তাস, আল জাজিরা। গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে পুতিনের সঙ্গে সেনা সদস্যদের মায়েদের এই বৈঠকের খবরটি প্রচার করা হয়। এতে পুতিনকে বলতে শোনা যায়, ‘আমি এবং রাশিয়ার নেতৃত্ব আপনাদের ব্যথার ভাগীদার। আমরা জানি, কোনো কিছুই সন্তান হারানোর কষ্ট দূর করতে পারবে না। একজন মায়ের জন্য এই বেদনা সবচেয়ে বেশি।’ পুতিন আশ্বাস দিয়ে বলেন, এই যুদ্ধের সময় মায়েদের ত্যাগের কথা তিনি কখনো ভুলবেন না। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনে নতুন করে ৩ লাখ সেনা পাঠানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এরই মধ্যে মোবিলাইজেশনের মাধ্যমে এই সেনাদের ইউক্রেনে পাঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। এক মাসেরও বেশি সময় ধরে তাদের প্র১শিক্ষণ চলেছে। ধারণা করা হচ্ছে, এই সেনাদের সবাই ইউক্রেনে পৌঁছালে যুদ্ধের গতি পাল্টে যেতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এ পর্যন্ত যুদ্ধে দুইপক্ষের বহু সেনা হতাহত হয়েছে। তবে যুদ্ধের ফলাফল ও রাশিয়ার সেনাদের মৃত্যু নিয়ে নানামুখী বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে মার্কিন প্রভাবিত পশ্চিমা গণমাধ্যম। এই যুদ্ধে আমেরিকা সরাসরি কোনো পক্ষ না হলেও তারা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে। এর পাশাপাশি রুশবিরোধী প্রচারণা চালাচ্ছে।

সর্বশেষ খবর