রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তাজকন্যা রিমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে

নিজস্ব প্রতিবেদক

তাজকন্যা রিমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এমপি। দলটির প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য ছিল। গতকাল রিমিকে প্রেসিডিয়ামের সদস্য করার তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম ঘোষণার পর কেন্দ্রীয় প্রেসিডিয়াম এবং সদ্য শূন্য হওয়া মহিলাবিষয়ক সম্পাদক পদে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিকে মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হলে পদটি শূন্য হয়। নতুন এ পদে আসা জাহানারা বেগম ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহ-সভাপতি এবং সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি এবং অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে প্রেসিডিয়াম সদস্য পদ শূন্য হয়। আগামী ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলনের মাত্র এক মাস আগে এই শূন্যপদে সিমিন হোসেন রিমিকে আনা হয়েছে। সদ্য শূন্য হওয়া পদে প্রবীণ নারী নেত্রী জাহানারা বেগমকে স্থান দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর