শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নেদারল্যান্ডসের বিপক্ষে হার নেই মেসির

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন সাতবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু হারের স্বাদ নেননি। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে জয়ী ম্যাচে গোল করেছেন। বিশ্বকাপের দুটি ম্যাচের একটি ড্র হয়েছে। অন্যটি আর্জেন্টিনা জয় পায় টাইব্রেকারে। গতকাল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল লুই ফন গালের নেদারল্যান্ডস। আর্জেন্টিনা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ ট্রফি জিতেছে মেসির আর্জেন্টিনা। ফন গালের নেদারল্যান্ডস তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা উৎসবে মেতে ওঠা হয়নি। ১৯৭৮ সালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলে। ঘরের মাঠে আর্জেন্টিনা ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে জোড়া গোল করেছিলেন মারিও কেম্পেস এবং বাকি গোলটি করেছিলেন ড্যানিয়েল বার্তোনি। টিউলিপের দেশের বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার সরাসরি জয় ওই একটিই। আরও দুটি জয় রয়েছে আর্জেন্টিনার। সেগুলো আবার টাইব্রেকারে। নেদারল্যান্ডস বিশ্বকাপে জিতেছে দুবার। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্বে ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডস টোটাল ফুটবল খেলে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনাকে। চার বছর পর বুয়েন্স আইরেসে ড্যানিয়েল পাসালোর আর্জেন্টিনা প্রতিশোধ নেয় ফাইনালে ৩-১ গোলে জিতে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ২-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। সেবার জিনেদিন জিদােেনর ক্যারিশম্যাটিক ফুটবলে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০০৬ সালের বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচটি গোলশূন্য হয়। ২০১৪ সালে আর্জেন্টিনা ফাইনাল খেলে। সেমিফাইনালের ম্যাচটি নির্ধারিত ১২০ মিনিট গোলশূন্য ছিল। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জেতেন মেসিরা। দুই দল সব মিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে। নেদারল্যান্ডস জিতেছে চারবার। আর্জেন্টিনা জিতেছে তিনবার। ড্র হয়েছে দুবার। মেসি ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছে। ডাচ বাহিনীর বিপক্ষে মাত্র দুবার বিশ্বকাপ খেলেছে। কিন্তু হারেনি। ২০০৬ সালে ড্র করেছে এবং ২০১৪ সালে টাইব্রেকারে জিতেছে। অবশ্য বিশ্বকাপ ও আন্তর্জাতিক প্রীতিম্যাচের বাইরে দুই দল আরও একবার মুখোমুখি হয়েছিল। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক ফুটবলে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। ম্যাচটিতে একটি গোল করেছিলেন লিওনেল মেসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর