শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নই

কূটনৈতিক প্রতিবেদক

নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নই

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মোটেই আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, তারা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়।

বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে, অন্যদিকে চলে যায়। আমরা এগুলো নিয়ে মোটেই আতঙ্কিত নই। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায় তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে। মনে আছে, মোদির (ভারতের প্রধানমন্ত্রী) ওপর নিষেধাজ্ঞা দিল, আবার উঠিয়ে নিল। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো এবং এ বছর ১৬টি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আমাদের আতঙ্কের কারণ নেই, আশঙ্কারও কারণ নেই বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়। বিরোধী দল বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা কীভাবে মানবাধিকারের কথা বলে? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। এমনকি আদালতের জজ সাহেবও শান্তিতে থাকতে পারেননি। এসব  মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা যুক্ত ছিল, তারা নাকি এখন সব ঠিক করে দেবেন। এটি হাস্যকর।

সর্বশেষ খবর