বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে পরিস্থিতি কঠিন

প্রতিদিন ডেস্ক

ইউক্রেনে পরিস্থিতি কঠিন

ইউক্রেনের যে চারটি অঞ্চলকে মস্কো রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছে, সেখানকার পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

এ ছাড়া সীমান্ত সুরক্ষিত রাখতে ও নতুন হুমকি মোকাবিলায় নজরদারি জোরদার করতে রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ায় ব্যাপকভাবে পালিত হওয়া ‘নিরাপত্তা পরিষেবা’ দিবসে পুতিন এসব মন্তব্য করেন। খবর রয়টার্স। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার চালানো ধারাবাহিক ড্রোন হামলা এবং মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ উত্তরপশ্চিম দিক থেকে আক্রমণের নতুন আরেকটি ফ্রন্ট খুলে বসতে পারে। এমন আশঙ্কায় কিয়েভ যখন পশ্চিমা মিত্রদের আরও অস্ত্র দেওয়ার আহ্বান জানাচ্ছে তখনই এসব কথা বললেন পুতিন। বাইরে থেকে ও দেশের ভিতরের বিশ্বাসঘাতকদের কাছ থেকে আসা ‘নতুন হুমকি’ মোকাবিলায় রাশিয়ার সমাজ ও সীমান্তগুলোতে নজরদারি জোরদার করার জন্য দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনে আক্রমণের বিষয়টি সহজ হচ্ছে না, বিরল এই স্বীকারোক্তির পর পুতিন সেপ্টেম্বরে রাশিয়ার অংশীভূত করা অঞ্চলগুলোর কঠিন পরিস্থিতির বিষয়ে সতর্ক করে এফএসবিকে সেখানে বসবাসরত লোকজনের ‘নিরাপত্তা’ নিশ্চিত করার নির্দেশ দেন। সোমবার রাতে পুতিন বলেন, ‘লুহানস্ক ও দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের এবং খেরসন ও জাপোরিজজিয়া অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন।’ সেপ্টেম্বরে ক্রেমলিনের এক অনুষ্ঠানে পুতিন ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ অঞ্চলকে রাশিয়ার অংশীভূত করার পদক্ষেপ নেন। কিন্তু চলতি মাসের প্রথম দিকে তিনি বলেন, ‘যুদ্ধ লম্বা সময় ধরে চলতে পারে। ইউক্রেনের ওই অংশগুলো রাশিয়ার অংশীভূত করার পুতিনের এ পদক্ষেপকে ‘অবৈধ’ অভিহিত করে এর নিন্দা করেছিল কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা। সোমবার পুতিন ২০১৯ সালের পর প্রথমবারের মতো বেলারুশ সফরে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর