শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভিক্ষুক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ভিক্ষুক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সংসদে জনিয়েছেন, ভিক্ষাবৃত্তি থেকে ভিক্ষুকদের নিরুৎসাহ করতে ঢাকা শহরে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালান হচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ঢাকা-১০ আসনের সদস্য শফিউল ইসলাম মহিউদ্দীনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সর্বশেষ খবর