রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই গ্রুপের সংঘাতে বিপন্ন জীবন

সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা, পুড়েছে ৬৪২ রোহিঙ্গা ঘর, খোলা আকাশের নিচে অনেকে

বান্দরবান প্রতিনিধি

দুই গ্রুপের সংঘাতে বিপন্ন জীবন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত সংলগ্ন জিরো লাইনে অনিবন্ধিত কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গতকাল দুপুরেও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলি হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

কোনারপাড়া ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানিয়েছেন, ওই ক্যাম্পে ৬৪২টি ঘর ছিল। দুই পক্ষের রোষানলের আগুনে গত দুই দিনে সব ঘরই পুড়ে গেছে। ওই ক্যাম্পে কিছু রোহিঙ্গা পরিবার এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। কিছু পরিবার কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। এ ছাড়া কিছু পরিবার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে চলে গেছে।

সূত্র জানায়, বুধবার দিনভর গোলাগুলি চলে। বৃহস্পতিবার সকালে বন্ধ থাকলেও দুপুরের পর আবার শুরু হয়। শুক্রবার দিনে বন্ধ থাকলেও রাত ৯টার দিকে আবার কয়েক ঘণ্টা গোলাগুলি চলে। গতকাল দুপুর ২টার পর আবারও উভয় পক্ষের ৩ ঘণ্টা গোলাগুলি চলে।

সূত্রে জানা গেছে, ক্যাম্পের বিভিন্ন অংশে আরসা এবং আরএসওর সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়েছে। ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে ক্যাম্পের প্রকৃত তথ্য এখন পাওয়া যাচ্ছে না। তবে রেড ক্রিসেন্ট সোসাইটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, কোনারপাড়া ক্যাম্পে সশস্ত্র সংঘাতের প্রভাব যাতে বাইরে পড়তে না পারে সেজন্য পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

সর্বশেষ খবর