মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সড়কে এত মৃত্যু কোথাও হয় না

নিজস্ব প্রতিবেদক

সড়কে এত মৃত্যু কোথাও হয় না

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। একটি মানুষ মারা যাওয়া মানে একটি পারিবার ধ্বংস হয়ে যায়। তাদের সব আশা ভরসা নস্যাৎ হয়ে যায়। বাসের চালকের লাইসেন্স আছে কিনা, ফিটনেস আছে কিনা- এসব দেখার কেউ নেই। যদি দেখা হতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। এসব বাস মালিকদের বিরুদ্ধে শাস্তি হয়না। এসব বাসের মালিক কারা? মালিকরা হলেন আমাদের কিছু পুলিশ অফিসার, রাজনৈতিক ব্যক্তি। আমাদের সঙ্গে বসে আছেন জাপার চিফ হুইপ রাঙা সাহেব। উনি ভালোভাবে বলতে পারবেন, এসব বাসের মালিক কারা? এ কারণে দুর্ঘটনা ঘটলে এসব বাসের কিছু হয় না। এসব বাসের ড্রাইভারদের লাইসেন্স নেই। চালকের সহকারীদের ট্রেনিং নেই। সিগন্যাল বোঝে না। বাস ডানে যাবে না বামে যাবে-বুঝতে পারে না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে গতকালের বৈঠকে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর