বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমাদানের দিনও ষড়যন্ত্র হয়েছিল

-কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্ত্র জমা নিতে প্রথম এসেছিলেন টাঙ্গাইলের বিন্দুবাসিনীর মাঠে। তাঁর কাছে অস্ত্র জমাদানের দিনও ষড়যন্ত্র হয়েছিল। কাদের সিদ্দিকী ১৯৭২ সালে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল স্থানীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও ’৭১-এর কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রশাসক এ এম এনায়েত করিম। বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বীর মু?ক্তি?যোদ্ধা হা?মিদুল হক মোহন, ক?বি বুলবুল খান মাহবুব, ক?বি আল মুজা?হিদী, আবুল কালাম আজাদ বীরপ্রতিক, কৃষক শ্রমিক জনতা লী?গের সাধারণ সম্পাদক হা?বিবুর রহমান খোকা বীরপ্রতীক, বঙ্গবীর কা?দের সি?দ্দিকীর সহধর্মিণী নাস?রিন কা?দের সি?দ্দিকী প্রমুখ।  

বঙ্গবীর কাদের সিদ্দিকী তার ভাষণে বলেন, অস্ত্র জমাদানের অনুষ্ঠানে সেদিন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আসেননি, স্বরাষ্ট্রমন্ত্রী আসেননি, পুলিশের মহাপরিদর্শকও আসেননি। রটানো হয়েছিল আমরা নাকি বঙ্গবন্ধুকে আটকিয়ে ক্ষমতা নিয়ে যাব। কাদের সিদ্দিকী বলেন, ‘ক্ষমতা কোথায় থাকে সেটাই তো আমি চিনি না। নিমু ক্যামনে?’ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে একাত্তরের এই মহান বীর বলেন, কত কোটি কোটি টাকার এডাওডা বানান। আর আমরা বঙ্গবন্ধুর কাছে এত অস্ত্র জমা দিলাম তার একটা চিহ্ন রাখলেন না। দেশে জায়গার এত অভাব! টাঙ্গাইল সার্কিট হাউসে কয়েকবার এসেছেন বঙ্গবন্ধু, সেই সার্কিট হাউসের চারদিকে আপনারা পাকা দালান কোঠা বানালেন! তাঁর একটা স্মৃতিচিহ্ন রাখলেন না!

বঙ্গবীর দুঃখের সঙ্গে বলেন, অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কোনো নেতা ও আটজন এমপির একজনও এলেন না। তারা আসতে পারলেন না। অথচ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা আসতে পারলেন। টাঙ্গাইলের নেতাদের এ আচরণ খুবই দুঃখজনক।

উদযাপন অনুষ্ঠান ‘মুক্তিযোদ্ধা মিলন মেলা’য় পরিণত : টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ’৭২ সালে বঙ্গবন্ধুর কাছে কা?দে?রিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধাদের পদধ্বনিতে গতকাল হয়ে উঠেছিল মিলন মেলা। একাত্তরের বীরেরা একের পর এক সভাস্থলে আসছিলেন, আনন্দ উচ্ছ্বাসে একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন, আবেগাপ্লুত হয়ে উঠছিলেন তারা। উৎসুক জনতাও তাদের দেখতে ভিড় করছিলেন। এর ফলে শহীদ মিনারসহ নিরালা মোড়ের সড়ক কানায় কানায় ভরে উঠেছিল।

উল্লেখ্য, ১৯৭২ সালের ২৪ জানুয়ারি এদিনে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইল জেলাসহ স্বাধীন বাংলাদেশের জন্য এ দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ অস্ত্র জমা দেন মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাহিনীর পক্ষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র তুলে দেন তিনি। পূর্ণতা পায় মুক্তিকামী টাঙ্গাইলবাসীর আরেকটি অধ্যায়ের। কাদের সিদ্দিকী তাঁর লেখা ‘স্বাধীনতা ৭১’ গ্রন্থের ৬০৬ নম্বর পৃষ্ঠায় ‘অস্ত্র হস্তান্তর’ শিরোনামে সেদিনের বিষয়াবলি লিপিবদ্ধ করেছেন।

সর্বশেষ খবর