বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আমদানিতে অগ্রাধিকার ঠিক করতে হবে

----- মো. জসিম উদ্দিন

আমদানিতে অগ্রাধিকার ঠিক করতে হবে

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আমদানি করার ক্ষেত্রে সবার আগে পণ্যের অগ্রাধিকার ঠিক করতে হবে। দেশি পণ্যের সক্ষমতা বাড়াতে স্থানীয় শিল্পকে সহায়তা দিতে হবে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি ডলার বাঁচবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

মো. জসিম উদ্দিন বলেন, আমদানির ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার দিতে হবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে, যেটা সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, অগ্রাধিকার দিতে হবে শিল্পের জ্বালানি আমদানিতে। তৃতীয়, অগ্রাধিকারে রাখতে হবে শিল্পের জন্য কাঁচামাল আমদানি। চতুর্থ, হচ্ছে স্থানীয় শিল্পের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি। এফবিসিসিআই সভাপতি বলেন, দিস ইজ দ্য টাইম। দেশি পণ্যের ওপর জোর দিতে অপ্রয়োজনীয় বিদেশি পণ্য আমদানি নিরুৎসাহিত করার জন্য যা যা করা দরকার সব করতে হবে। যেহেতু আমাদের ডলার সংকট। শুল্ক বাড়াতে হলে বাড়ানো হোক, আমদানি বাতিল করতে হলে সেটাই করতে হবে। জসিম উদ্দিন বলেন, দিস ইজ দ্য টাইম আমাদের স্থানীয় শিল্পকে সাপোর্ট দিতে হবে। স্থানীয় উৎপাদন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। স্থানীয় উৎপাদন উন্নয়ন করতে পারলে আমাদের কর্মসংস্থান বাড়বে। আমদানি করতে হবে না। ডলার সাশ্রয় হবে। আগামীর বাংলাদেশে দেশি পণ্যের সক্ষমতা বাড়বে।

সর্বশেষ খবর