বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উপনির্বাচনেও সংঘর্ষ গুলি

♦ চাঁপাইনবাবগঞ্জে সংঘাতে দুই প্রার্থীর সমর্থকরা ♦ ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ♦ ভোট পড়েছে ১৫-২৫ শতাংশ : ইসি

নিজস্ব প্রতিবেদক

উপনির্বাচনেও সংঘর্ষ গুলি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। এ নির্বাচনে ভোট কেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটের খরা। প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে প্রতিটি বুথে গড়ে দুই থেকে তিনটি করে। দুপুর পর্যন্ত একই চিত্র ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে বিকাল গড়াতে না গড়াতেই কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলার শান্তির মোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। লাঠিপেটা ও অন্তত ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র‌্যাব ও বিজিবির সদস্যরা। এ ছাড়া আরও একাধিক এলাকায় সংষর্ঘ হয়েছে। এ ছাড়া বিকাল ৩টার দিকে সোনার মোড় এলাকার জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে খাবার খেতে নিষেধ করাকে কেন্দ্র করে র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নৌকার সমর্থকরা।

অন্যদিকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে ভোটের হার ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ছয় সংসদীয় আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বড় কোনো গোলযোগ ছাড়াই; ভোটের হার ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন সিইসি।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

জানা গেছে, বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের শান্তির মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা। আওয়ামী লীগের সমর্থকরা ‘বিদ্রোহী’ প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ মোটরসাইকেল দুটি সদর থানায় নিয়ে যায়। শান্তির মোড় থেকে সরে গিয়ে নৌকার সমর্থকরা সোনার মোড়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ, বিজিবি, র?্যাবের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে র?্যাব সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ভোট গ্রহণের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মো. আবদুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের সামিউল হক লিটনের প্রার্থীর সমর্থকদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে র‌্যাবের বোমা ডিস্পোজাল টিম। এ ছাড়া বেলা ১১টার দিকে সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের কাছে চারটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ ছাড়া বিকাল ৩টার দিকে শহরের সোনার মোড় এলাকার জেলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে খাবার খেতে নিষেধ করাকে কেন্দ্র করে র?্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের নির্বাচনে নৌকার প্রার্থী আবদুল ওদুদের সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২০ রাউন্ড গুলি ছুড়লে সংঘর্ষকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নানা নাটকীয়তার মাঝে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ওইসব কেন্দ্রে এজেন্টদের কাগজ দেরিতে পৌঁছলে ভোট গ্রহণও দেরিতে শুরু হয়। সরাইল ও আশুগঞ্জের অধিকাংশ ভোট কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ছাড়া ভোটারদের দীর্ঘ কোনো লাইন চোখে পড়েনি। ভোট গ্রহণের দুই ঘণ্টা পর্যন্ত সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ৩ হাজার ২৩৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৪০ জন। একই সময়ে কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় কেন্দ্রে ২৪ শ ভোটারের মধ্যে ভোট দেন মাত্র সাতজন। আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রে ১৬ শ ভোটারের মধ্যে ৮৮ জন এবং রওশন আরা জলি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩১ শ ভোটের মধ্যে ৪০ জন ভোট প্রদান করেন। এদিকে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নিজ এলাকার অরুয়াইল ইউনিয়ন ও পাকশিমুল ইউনিয়নে ভোট কেন্দ্রে বহিরাগতদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অভিযোগ উঠেছে ভোট প্রদানের গোপন কক্ষে কলারছড়ি এজেন্টদের সামনে ভোট দিতে হচ্ছে ভোটারদের। এমনকি ভোটারের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য আঙুলের ছাপও মেলাচ্ছেন উকিল আবদুস সাত্তারের এজেন্ট। তারপর ভোটারের সঙ্গে গোপন কক্ষে ঢুকে পড়েন। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা না গেলেও কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড় বেশি ছিল। তবে কেন্দ্রে সাংবাদিক প্রবেশ করতেই স্থানীয় এক যুবক কিছু যুবক-কিশোরকে নিয়ে ভোটারদের লাইনে নিয়ে দাঁড় করালেন। ভোটার কি-না জিজ্ঞেস করতেই কিশোরসহ যুবকরা লাইন থেকে দৌড়ে পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্রপ্রার্থী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা মেহেরীন গতকাল দুপুরে নিজ ভোট কেন্দ্র আশুগঞ্জ সরকারি শ্রমকল্যাণ কেন্দ্রে এলেও ভোট না দিয়ে চলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার স্বামী শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। কিন্তু তিনি এখনো নিখোঁজ রয়েছেন। আমি নিজেও এক প্রকার নজরবন্দি। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থীর ২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ : জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুল হামিদ ভাষানী বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সাংবাদিকদরে বলেন, ভোট শুরু হওয়ার পর সরাইল উপজেলার সরাইল পশ্চিম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতা এম এ মুজিবকে পুলিশ তার নাম ধরে খুঁজে বেরাচ্ছে। এ ছাড়া রাজাপুর, পানিশ্বর, ছাদতলা কেন্দ্র থেকে এজেন্টদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ জনের মতো এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে ভোট দিয়েছেন কলার ছড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ৮ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়া শেষে সাত্তার ভূঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। জয়লাভ করলে এলাকার বাকি কাজগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ।

বগুড়ার দুটি আসনের প্রায় ১৬ শতাংশ ভোট পড়েছে : বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটার উপস্থিতি ছিল অনেক কম। সব কেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে বেলা ১২টা পর্যন্ত গড়ে ১০০টি করে ভোট প্রদান করেন ভোটাররা। ভোটাররা না আসায় বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে প্রার্থী ও তাদের সমর্থকরা অলস সময় পার করে। ভোটারদের মধ্যে উৎসাহ কম থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোট গ্রহণ কর্মকর্তারা বলছেন, আনুমানিক ১৬ শতাংশ ভোট পড়েছে। গতকাল সকাল ১১টায় বগুড়া-৬ (সদর) আসনের আওতায় ঠনঠনিয়া মাদরাসা ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি কক্ষে ৩০ থেকে ৩২টি করে ভোট পড়েছে। এ সময় ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। দু-একজন করে আসছেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত দেখা গেলেও ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা। এ কেন্দ্রে ভোট প্রদান করতে আসা মো. ছোটন জানান, সকাল থেকে ভিড় ছিল না। ভিড় না থাকায় কয়েকজন ভোটারের সঙ্গে তিনিও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

বগুড়া সদরের জুবিলি ইনস্টিটিউশনে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৮৬ জন। এর মধ্যে আধা ঘণ্টায় ভোট দিয়েছেন ৯৯ জন। নারী কেন্দ্রের ৩ হাজার ৬৫৪ ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন ১২০ জন। সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার ঘুনিয়াতলা উচ্চবিদ্যালয়ে ভোট কেন্দ্রেও ছিল একই অবস্থা। স্কুলের বিরাট মাঠ থাকলেও কোনো ভিড় দেখা যায়নি। বেলা সাড়ে ১০টা পর্যন্ত প্রতিটি কক্ষে ১০ থেকে ১২টি করে ভোট পড়ে। এ কেন্দ্রে ভোট প্রদান করতে আসা উত্তর ভাটকান্দি গ্রামের ভোটার মোহাম্মদ আলী জানান, সকাল থেকে কেন্দ্রে কোনো ভিড় দেখা যায়নি। তার এলাকার কয়েকজনকে ভোট প্রদানের জন্য বললেও কেউ ভোট দিতে আসেনি। পরে সে তার ভোটটি প্রদান করে।

একই অবস্থা বিরাজ করে বগুড়া-৪ আসনে। এ আসনেও সকাল থেকে বিকাল পর্যন্ত তেমন কোনো ভিড় দেখা যায়নি। দু-একটি ভোট কেন্দ্রে ২০ থেকে ২২ জনের লাইন দেখা যায়।

ভোটারদের নেই উচ্ছ্বাস : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট হয়। তবে ভোটারদের মাঝে উচ্ছ্বাস ছিল না। উপস্থিতি ছিল কম। ভোটারের অভাবে দুপুর ১টায়ও ফাঁকা পড়ে আছে অধিকাংশ কেন্দ্র। অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। ঠাকুরগাঁও নেকমরদ আলিমুদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। বুথের ভিতরেও কোনো ভোটারকে দেখা যায়নি। কয়েক মিনিট পর একজন ভোটার এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার ২১৯০ জন। দুপুর ১টা পর্যন্ত মাত্র ২০টি ভোট পড়েছে।

 

সর্বশেষ খবর