শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার জাপান : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। গত ২৮ ডিসেম্বরের পরে আবারও এমআরটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। জাপান বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ অব্যাহত রাখবে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উপস্থিত জনগণকে বাংলা ভাষায় শুভ সকাল জানিয়ে এসব কথা বলেন। দুই দেশের বন্ধুত্বের দৃঢ়তা প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত বলেন, ২০১৬ সালে হোলি আর্টিজানে হামলায় মেট্রোরেলের কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী-কর্মকর্তারা নিহত হন। তারপরও জাপান বাংলাদেশের উন্নয়নযাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে সঙ্গে থাকবে। জাপানের মতো বাংলাদেশও মেট্রোরেলে একই রকম সুবিধা পাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এমআরটি লাইন-১ এ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২৫ মিনিটে পৌঁছানো যাবে। আপনারা যদি জাপান ভ্রমণ করেন তবে দেখবেন সরাসরি এয়ারপোর্ট বিল্ডিং থেকে আপনারা মেট্রোরেলে চড়তে পারবেন। এমআরটি লাইন-১ এর মাধ্যমে বাংলাদেশেও একই সুবিধা পাওয়া যাবে। এমআরটি লাইন- ১, ৫ ও ৬-এর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় স্বপ্নের সংযোগ বাস্তবতায় রূপ নেবে- বলেন জাপানি রাষ্ট্রদূত।

 

সর্বশেষ খবর