বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জন ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আবারও ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা শেষে এ ঘোষণা দেন সমিতির সভাপতি তানভীর ভূঞা। তিনি জানান, তারা আইনমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুটি আদালত ছাড়া অন্যসব আদালতে যাওয়া শুরু করেছিলেন। কিন্তু আগের জায়গায় ফিরে আসতে হয়েছে। তানভীর বলেন, আমরা বিশ্বাস করি না আইনমন্ত্রী মিথ্যা আশ্বাস দিয়েছেন। আমরা ধরে নিয়েছি তিনি অপারগ। তাই তিনি বলতে পারছেন না। কিন্তু আইনজীবীরা তা মানতে পারছেন না। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব আদালত বর্জনের ঘোষণা দেওয়া হলো। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, পুরাতন কাচারি এলাকায় আমাদের সম্পদ সংরক্ষণ, দুই বিচারকের অপসারণের ও নাজির মোমিনের শাস্তি দাবি মানা না হলে আইনজীবীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

সর্বশেষ কর্মসূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। ১ ফেব্রুয়ারি সাধারণ সভা করে আইনজীবীরা এ সিদ্ধান্ত নেন।

সর্বশেষ খবর