শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কূটনৈতিক প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের বাড়িই ফেনীতে এবং একজনের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় গতকাল সকাল ৯টার দিকে ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়িই ফেনীতে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন- আনিসুল হক ও নাহিদ। এদিকে ফেনী প্রতিনিধি জানিয়েছেন, নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের আব্বাস ব্যাপারী বাড়ির শরীয়ত উল্লার ছেলে ইসমাইল হোসেন রয়েছেন। তার ভাই মিজানুর রহমান জানিয়েছেন, সাউথ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত প্রবাসী। পথিমধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি চলন্ত লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

 

সর্বশেষ খবর