সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ে সংঘর্ষে ২২ জন গ্রেফতার

মোড়ে মোড়ে পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে আহমদিয়া (কাদিয়ানি) সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে স্থানীয় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন হলেও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রশাসন বলছে, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে আহমদিয়া (কাদিয়ানি) সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। মুহূর্তে পাল্টে যায় জেলার চিত্র। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে মুসল্লিদের। বিক্ষুব্ধরা ইটপাটকেল ছোড়েন পুলিশের ওপর। সেই সঙ্গে সড়কে ও বিভিন্ন দোকানপাটে আগুন দেয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ ও র‌্যাবের গাড়ি ভাংচুর, নয় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। নিহত হয়েছেন দুজন। মোতায়েন করা হয়েছে বিজিবি, র‌্যাব। পরবর্তীতে রাতে আহমদিয়া (কাদিয়ানী) সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি জেলাবাসীর মধ্যে। সবকিছু স্বাভাবিক থাকলেও জেলাবাসীর মধ্যে রয়েছে আতঙ্ক। শনিবার রাতে একটি র‌্যাবের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন, অনেকেই গুজব ছড়িয়ে জেলার পরিস্থিতি নষ্ট করতে চায়। জেলায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য প্রশাসনের কাছে দাবি তাদের। পুলিশ বলছে, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, ভাঙচুরসহ পৃথক তিনটি মামলা হয় পঞ্চগড় থানায়। এ মামলায় ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। জেলাকে শান্তিপূর্ণ রাখতে কাজ করছে পুলিশ। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। স্থানীয় বাসিন্দা জয়নাল, ফারুকসহ কয়েকজন বলেন, আমাদের পঞ্চগড়ে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পঞ্চগড়ে যাতে পুনরায় এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান করছি। পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র বিভিন্নভাবে গুজব সৃষ্টি করছে। এ কারণে দুজনকে গ্রেফতার করেছি। এ ছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগসহ তিনটি মামলায় সর্বমোট ২২ জনকে গ্রেফতার করেছি। এ ঘটনাকে কেন্দ্র করে যারা গুজব ছাড়ানোর চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

সর্বশেষ খবর