প্রযুক্তিনির্ভর নতুন কোম্পানি প্রতিষ্ঠায় ঋণ প্রদানের ক্ষেত্রে বিশ্বে অন্যতম প্রধান ব্যাংক হিসেবে পরিচিত ‘সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)’ মূলধনের সংকটে বন্ধ হয়ে গেছে। অব্যবস্থাপনায় মূলধন একেবারেই কমে যাওয়ায় গত শুক্রবার ব্যাংকটির নিয়ন্ত্রণ ফেডারেল কর্তৃপক্ষ গ্রহণ করেছে। ‘ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন’ বিশ্বের তথ্য-প্রযুক্তির রাজধানী হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে এই ব্যাংকের কর্তৃত্ব গ্রহণের সংবাদে শিল্প-কারখানায় এক ধরনের হতাশা নেমে এসেছে। ব্যাংকের গ্রাহকেরা অজানা আতঙ্কে নিমজ্জিত হয়েছেন। এ ব্যর্থতার জের হিসেবে অচিরেই আরও কয়েকটি ব্যাংকে তালা ঝুলতে পারে বলে অর্থনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, ২০০৮ সালে মন্দার সময় এমন নাজুক পরিস্থিতির ভিকটিম হয়েছিল আরও কয়েকটি ব্যাংক। সেটি ছিল আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের ব্যর্থতার প্রথম ঘটনা। আর এবারেরটিকে দ্বিতীয় ব্যর্থতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা ভিত্তিক ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ ৪০ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছিল। গত বছরের শেষার্ধেও এর সম্পদের পরিমাণ ছিল ২০৯ বিলিয়ন ডলার। আর শুক্রবার এটি দেউলিয়া হওয়ার প্রাক্কালে বিক্রির উদ্যোগ নিলে একজন ক্রেতাও এগিয়ে আসেননি বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে। এ অবস্থার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায়। আর এর জেরে গোটাবিশ্বে অর্থনৈতিক সেক্টরে বাজে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। জানা গেছে, শুক্রবার ব্যাংকের গ্রাহকেরা ডলার উঠাতে গিয়ে জানতে পারেন যে, কোষাগারে অর্থ নেই। অথচ এটি ছিল যুক্তরাষ্ট্রে ১৬তম বৃহত্তম ব্যাংক। তবে গ্রাহকদের আশ্বস্ত করে ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) জ্যানেট ইয়েলেন বলেছেন যে, অস্থির হওয়ার কোনো কারণ নেই। ব্যাংকিং সিস্টেম তার স্বাভাবিক কার্যক্রম চালাতে সক্ষম। একই অভিমত পোষণ করেছেন বিশ্বখ্যাত ‘দ্য ওয়ালস্ট্রিট জার্নাল’-এর আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত পর্যালোচক ড. ফাইজুল ইসলাম। ১০ মার্চ রাতে ড. ফাইজুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ব্যাংকের মধ্যে একটিমাত্র বন্ধ হয়ে গেলে তার প্রভাব ব্যাংকিং সেক্টরকে তেমন একটা নাড়া দেবে বলে মনে করি না। তবে সিলিকন ভ্যালি ব্যাংকের এই নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেক্টরের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন। ফেডারেল রিজার্ভ এবং এফডিআইসির কর্মকর্তারা কংগ্রেসম্যানদের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) ম্যাক্সিন ওয়াটারস এই ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সিলেটে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
- এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু
- রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
- আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
- উত্তরায় মাইক্রোবাসে আগুন
- আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
- ইসলামাবাদে আত্মঘাতী হামলা, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার
- এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল