প্রযুক্তিনির্ভর নতুন কোম্পানি প্রতিষ্ঠায় ঋণ প্রদানের ক্ষেত্রে বিশ্বে অন্যতম প্রধান ব্যাংক হিসেবে পরিচিত ‘সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)’ মূলধনের সংকটে বন্ধ হয়ে গেছে। অব্যবস্থাপনায় মূলধন একেবারেই কমে যাওয়ায় গত শুক্রবার ব্যাংকটির নিয়ন্ত্রণ ফেডারেল কর্তৃপক্ষ গ্রহণ করেছে। ‘ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন’ বিশ্বের তথ্য-প্রযুক্তির রাজধানী হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে এই ব্যাংকের কর্তৃত্ব গ্রহণের সংবাদে শিল্প-কারখানায় এক ধরনের হতাশা নেমে এসেছে। ব্যাংকের গ্রাহকেরা অজানা আতঙ্কে নিমজ্জিত হয়েছেন। এ ব্যর্থতার জের হিসেবে অচিরেই আরও কয়েকটি ব্যাংকে তালা ঝুলতে পারে বলে অর্থনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, ২০০৮ সালে মন্দার সময় এমন নাজুক পরিস্থিতির ভিকটিম হয়েছিল আরও কয়েকটি ব্যাংক। সেটি ছিল আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের ব্যর্থতার প্রথম ঘটনা। আর এবারেরটিকে দ্বিতীয় ব্যর্থতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা ভিত্তিক ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ ৪০ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছিল। গত বছরের শেষার্ধেও এর সম্পদের পরিমাণ ছিল ২০৯ বিলিয়ন ডলার। আর শুক্রবার এটি দেউলিয়া হওয়ার প্রাক্কালে বিক্রির উদ্যোগ নিলে একজন ক্রেতাও এগিয়ে আসেননি বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে। এ অবস্থার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায়। আর এর জেরে গোটাবিশ্বে অর্থনৈতিক সেক্টরে বাজে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। জানা গেছে, শুক্রবার ব্যাংকের গ্রাহকেরা ডলার উঠাতে গিয়ে জানতে পারেন যে, কোষাগারে অর্থ নেই। অথচ এটি ছিল যুক্তরাষ্ট্রে ১৬তম বৃহত্তম ব্যাংক। তবে গ্রাহকদের আশ্বস্ত করে ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) জ্যানেট ইয়েলেন বলেছেন যে, অস্থির হওয়ার কোনো কারণ নেই। ব্যাংকিং সিস্টেম তার স্বাভাবিক কার্যক্রম চালাতে সক্ষম। একই অভিমত পোষণ করেছেন বিশ্বখ্যাত ‘দ্য ওয়ালস্ট্রিট জার্নাল’-এর আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত পর্যালোচক ড. ফাইজুল ইসলাম। ১০ মার্চ রাতে ড. ফাইজুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ব্যাংকের মধ্যে একটিমাত্র বন্ধ হয়ে গেলে তার প্রভাব ব্যাংকিং সেক্টরকে তেমন একটা নাড়া দেবে বলে মনে করি না। তবে সিলিকন ভ্যালি ব্যাংকের এই নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেক্টরের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন। ফেডারেল রিজার্ভ এবং এফডিআইসির কর্মকর্তারা কংগ্রেসম্যানদের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) ম্যাক্সিন ওয়াটারস এই ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
মূলধন সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের এসভিবি ব্যাংক
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর