বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
রিট খারিজ

শাহাবুদ্দিনের শপথ নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে মো. শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল রিটকারী আইনজীবীর আবেদন শুনানি করে এ আদেশ দেন অবকাশকালীন চেম্বার জজ আদালত বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। এ আদেশের ফলে মো. শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং মো. শাহাবুদ্দিনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, গত ১৫ মার্চ এ সংক্রান্ত রিট খারিজ করে দেন হাই কোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রিটকারী আইনজীবী। আবেদনে হাই কোর্টের রায়ের কার্যকারিতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ ফেব্রুয়ারির গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। চেম্বার জজ আদালত ওই আবেদন খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, এ আদেশের ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আইনি জটিলতা থাকল না এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে গণ্য হলো। এখন রাষ্ট্রপতি হিসেবে মো. শাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী অন্যান্য কার্যক্রমে আর কোনো বাধা নেই বলেও জানান এই আইন কর্মকর্তা। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। পরদিন ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে নির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের। একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ মার্চ এ গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। এরপর একই বিষয়ে গত ১২ মার্চ অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবিরসহ ছয় আইনজীবী আরেকটি রিট করেন। গত ১৫ মার্চ দুটি রিটের ওপর শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন হাই কোর্ট।

সর্বশেষ খবর