মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাবি ছাত্রকে মারধরে প্রলয় গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

২৫ মার্চ পল্লীকবি জসীমউদ্দীন হলের সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের অভিযোগ ওঠে এই গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার ভুক্তভোগীর মা সাদিয়া আফরোজ খান ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের    জসীমউদ্দীন হলের শিক্ষার্থী নাঈমুর রহমান দুর্জয় ও জিয়া হলের ফয়সাল আহমেদ সাকিবকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ২৫ মার্চ ইফতারের পর ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান ভবনের কাছে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন জোবায়ের। হঠাৎ বেপরোয়াভাবে একটি মাইক্রোবাস পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গায়ে কাদা ছুড়ে মারে। তারপর তিনি ও তার বন্ধু তিন নেতার মাজারের কাছে সেই মাইক্রোবাসটি আটক করে তাদের গায়ে কাদা লাগানোর কারণ জানতে চান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযুক্তরা জোবায়েরকে হল গেটে ডেকে নিয়ে নির্মমভাবে পেটায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তবারক মিয়া, সিফরাত সাহিল, ফয়সাল আহমেদ শাকিল ও শোভন জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু হলের ফেরদৌস আলম ইমন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অর্ণব, হেদায়েতুন নুর, সাদমান তাওহীদ বর্ষণ ও জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাসকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর