বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা- ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে না আসা প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, ওই মার্কেটে আগুন লাগা ও তা ভয়াবহ রূপ ধারণ করার সব ধরনের সহায়ক পরিবেশ ছিল। প্রথমত কাপড় ও তুলার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কেটে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না। অপ্রশস্ত সড়কের কারণে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের পর্যাপ্ত সংখ্যক গাড়ি মার্কেটটির চারপাশে দাঁড়ানোর জায়গাও নেই। আমি মহাপরিচালক থাকাকালে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ওই মার্কেটে বহুবার ব্যানার টানিয়ে দিয়েছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। বর্তমানে ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বেশি উল্লেখ করে সাজ্জাদ হোসাইন বলেন, নানা কারণে ফায়ার সার্ভিস ঠিকভাবে কাজ করতে পারে না। কোথাও আগুন লাগলে শত শত মানুষ গিয়ে ভিড় করে। রাস্তা আটকে মোবাইলে ভিডিও করে। এ কারণে ফায়ারকর্মীরা ঠিকভাবে কাজও করতে পারেন না। ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল বিঘ্নিত হয়। পানির উৎসেরও সমস্যা আছে। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটে অল্প জায়গায় গাদাগাদি করে প্রচুর মালামাল রাখা হতো। সবই দাহ্যপণ্য। তুলা ও কাপড়ের আগুন দ্রুত নিচের দিকে চলে যায়। ওপরের আগুন নিভলেও ভিতরে থেকে যায়। নেভাতে সময় লাগে। ফায়ারকর্মীরা ওই মার্কেটের ভিতরে ঢুকে আগুন নেভাবে সেই সুযোগও নেই। ঠিকভাবে বাতাস চলাচলের জায়গাও ছিল না। এ জন্য ব্যানার টানিয়ে দিয়েছিলাম। আগুন নেভাতে হেলিকপ্টারে পানি ছিটানো প্রসঙ্গে তিনি বলেন, এখানে ওপর থেকে পানি ছিটিয়ে খুব একটা লাভ হয় না। ফায়ার ফাইটারদের ভিতরে গিয়ে পানি দিতে হয়। কিন্তু ওই এলাকার মার্কেটগুলোর যে স্ট্রাকচার, তাতে ভিতরে গিয়ে পানি দেওয়া কঠিন। প্রতিটা দোকানে তাৎক্ষণিক আগুন নেভানোর উপকরণ থাকলে আজ হয়তো এই পরিস্থিতি দেখতে হতো না। ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলেন, এসব মার্কেট, শপিং মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কেউ মানে না। আবার আমরা সবসময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারি না। ফায়ার সার্ভিসের আইনে সর্বনিম্ন সাজা তিন বছর। অন্যদিকে মোবাইল কোর্ট সর্বোচ্চ দুই বছর সাজা দিতে পারে। অর্থাৎ, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করলেও ফায়ার সার্ভিস আইনে শাস্তি দিতে পারি না। আইনের এসব দুর্বলতা দূর করা দরকার। অগ্নিদুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ শুরু করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে ঝুঁকি অপসারণের ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বিশেষজ্ঞ অভিমত
অগ্নিকান্ড সহায়ক ছিল ওই মার্কেট
সাজ্জাদ হোসাইন
শামীম আহমেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর