এক মাসের মধ্যে তৃতীয় দফায় ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। শুক্রবার দিনগত মধ্যরাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪। এতে ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। গতকাল পাওয়া শেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে সারাদিন উদ্ধারকারীরা তৎপর ছিলেন। খবরে ১৫৬ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। আহতের সংখ্যা ২ শতাধিক। সূত্র : বিবিসি, রয়টার্স। প্রাপ্ত খবর অনুযায়ী, এ নিয়ে গত এক মাসের মধ্যে তিনবার কেঁপে উঠল ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ২২ অক্টোবরও কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। এর ঠিক দুই দিন পরে আবার ভূমিকম্প হয় নেপালে। মাত্রা ছিল ৪.১। ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। পর পর চারবার ভূমিকম্প হয়েছিল নেপালে। ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্স সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১১টা ৪৭ মিনিটে সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে। স্থানটি ছিল কাঠমান্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরের জেলা জাজারকোট ও পশ্চিম রুকুম।। এ দফার ভূমিকম্প তছনছ করে দিয়েছে নেপালের পশ্চিমাঞ্চল। গভীর রাতে আঘাত হানার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভূমিকম্পের উৎস ছিল জাজারকোট জেলায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাজারকোট এবং পশ্চিম রুকুম এলাকা। পুলিশ জানিয়েছে, শুধু জাজারকোটেই নিহত হয়েছে ৯২ জন। এর মধ্যে আছেন নালগাদ মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়র সারিতা সিং-ও। জাজারকোটের রামিদান্দা এলাকায় কমপক্ষে ৪৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। পশ্চিম রুকুমের ডিএসপি নামারাজ ভট্টরাই বলেন, সেখানে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। জেলার মুখ্য কর্মকর্তা সুরেশ সুনার বলেছেন, ভূমিকম্প সবচেয়ে জোরালোভাবে আঘাত করেছে জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বারেকোট এবং ছেদাগাদে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, নেপালের ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের দিল্লি-এনসিআরসহ বিস্তীর্ণ এলাকা। নেপালে কম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। নেপালের সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণের মধ্যে অনেক বাড়িঘর তাসের ঘরের মতো ধসে পড়ে। বহু বাড়িতে চওড়া চওড়া ফাটল ধরেছে। ইট-কাঠ-সিমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। উদ্ধারকাজ এবং ত্রাণের জন্য তিনটি নিরাপত্তা সংস্থা কাজ করছে। নেপালের সেনা মুখপাত্র জানিয়েছেন, জাজারকোটের হাসপাতাল আহত মানুষে পরিপূর্ণ। স্থানীয় পৌর মেয়র জানিয়েছেন, মানুষের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত দেড় শতাধিক
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর