শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

মানুষ পুলিশের ওপর আস্থা বিশ্বাস রাখছে

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০ বছর আগে পুলিশের কথা যদি চিন্তা করি, সে সময় মানুষ পুলিশকে ভয় পেত। আজ কিন্তু পুলিশের ওপর আস্থা-বিশ্বাস রাখছে। কোনো প্রয়োজন হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। তিনি ট্রাফিক পুলিশের সুযোগসুবিধা বাড়ানোর কথাও উল্লেখ করেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএমপির ৫০ থানা ৩৪ হাজার জনবল নিয়ে ঢাকা নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনবল ২ লাখ ১০ হাজারের বেশি। প্রত্যেক পুলিশ ৮২৫ জনকে নিরাপত্তা দিচ্ছে। জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেজন্য আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করেছিলাম। আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম। ভিকটিম সাপোর্ট সেন্টার গড়ে তুলেছিলাম। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ইউনিট করেছি, যা ডিএমপি কমিশনারের অধীনে কাজ করে যাচ্ছে। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, থানাকে নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এ ক্ষেত্রে ডিএমপিকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ডিএমপি দক্ষতার সঙ্গে এসব অপরাধ মোকাবিলা করছে। ১২ থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা করে ডিএমপি। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০ থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি। অপরাধ দমনে অপরাধ বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর