শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
ড. মুহাম্মদ ইউনূস

আমাকে টানাহেঁচড়ার মধ্যে রেখে মানুষকে ঠকানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

আমাকে টানাহেঁচড়ার মধ্যে রেখে মানুষকে ঠকানো হচ্ছে

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. ইউনূসের জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল এ আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূস।  গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। জামিনের মেয়াদ বৃদ্ধির পর ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম, আমাকে সেটুকু করতে দেওয়া হচ্ছে না। আমাকে টানাহেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। এতে দেশের মানুষ ঠকছেন। তিনি বলেন, আরও প্রচুর কাজ করতে পারতাম, যদি না এই টানাহেঁচড়ার মধ্যে পড়তাম, এই দুর্যোগের মধ্যে না পড়তাম। এটা হচ্ছে কেন? আমি কি ঠকছি? আমার ঠকার কী আছে? আমি যা করার করেছি। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ড. ইউনূস এই মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না।

সর্বশেষ খবর