শেষ বিকালে আম্পায়ার নিতিন মেনন ‘লাইটমিটার’ বের করে দিনের আলো দেখার চেষ্টা করেন। এরপর সতীর্থ জোয়েল উইলসনের সঙ্গে কথা বলে উইকেটের বেলস তুলে খেলা বন্ধ করে দেন। তখনো দিনের বাকি ৬ ওভার। আম্পায়ার দুজন চাইলে অবশ্য খেলা চালাতে পারতেন। কেননা মিরপুর শেরেরাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো একে একে জ্বলে উঠেছে সূর্য আড়ালে চলে যাওয়ার আগে। তারপরও আম্পায়ারদ্বয় কোনোরকম সময় ক্ষেপণ করেননি। রিস্কও নেননি। যদিও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটু মনোক্ষুণ্ন হন খেলা বন্ধের সিদ্ধান্তে। কারণ, ব্যাটিং ব্যর্থতার পরও তাইজুল ম্যাজিকে ততক্ষণে ম্যাচে ফিরেছেন। এমন অবস্থায় বাকি ৬ ওভার খেলা হলে টেস্টের প্রথম দিনের চিত্র আরেকটু অন্যরকম হতে পারত! অবশ্য বাংলাদেশ ও দক্ষিণ টেস্টের প্রথম দিনের স্কোর কার্ডের যে চিত্র, তাতে ম্যাচ পঞ্চম দিনে গড়াবে কি না, সংশয় রয়েছে! মিরপুরের নতুন উইকেটে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দুই দলের ব্যাটাররা। সফলকাম ছিলেন বোলাররা। বোলার শাসিত প্রথম দিনে স্বাগতিক নাজমুল বাহিনী অলআউট হয়েছে ৪০.১ ওভারে ২.৬৩ স্ট্রাইক রেটে ১০৬ রানে অলআউট হয়েছে। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষ করে ৪১ ওভারে ৩.৪১ স্ট্রাইক রেটে ৬ উইকেটে ১৪০ রান তুলে। ব্যাটাররা এতটাই বাজে ব্যাটিং করেছেন, প্রথম দিন উইকেটের পতন হয়েছে ১৬টি। ১০ মাস আগে ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন ১৫ উইকেটের পতন হয়েছিল। সুতরাং মিরপুরে কোনো টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি উইকেট পতনের ঘটনা এটাই প্রথম। অবশ্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টে এক দিনে সবচেয়ে বেশি ১৮ উইকেটের পতন হয়েছিল ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেটা ছিল তৃতীয় দিনের ঘটনা। ৩৪ রানে এগিয়ে আজ দ্বিতীয় দিন খেলতে নামবে মারক্রাম বাহিনী। কতদূর থামবে দক্ষিণ আফ্রিকা? বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দুই শ (৪৮ টেস্টে ২০১ উইকেট) উইকেটের মাইলফলক গড়া তাইজুল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ) যদি দক্ষিণ আফ্রিকাকে ১৬০-১৮০ রানে আটকে ফেলতে পারি, তাহলে টেস্টে আমাদের সম্ভাবনা থাকবে।’ সাকিবও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যদি এই টেস্টে খেলতেন, তাহলে হয়তো বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক গড়তেন। কালো নয়, ধূসর রঙের উইকেট। প্রথম দিনে উইকেটের আচরণ ছিল একটু বেহিশেবি। বল নিচু হয়েছে। বড় বড় টার্ন নিয়েছে। বাউন্স ছিল। উইকেটের আচরণ বুঝতে পুরোপুরি ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়ক নাজমুল। টস জিতে ব্যাটিং নেন। কোনো টাইগার ব্যাটারই বড় অঙ্কের স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মাহামুদুল হাসান জয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন তাইজুল। প্রোটিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন উইলিয়াম মুল্ডার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। ৩ উইকেট নিয়ে রাবাদা আবার ৩০০ উইকেট ক্লাবে নাম লেখান। ষষ্ঠ প্রোটিয়া এবং বিশ্ব ক্রিকেটে ৩৯তম বোলার হিসেবে ক্লাবে নাম লেখান। সফরকারীরা ১৪০ রান তুলতে ৬ উইকেট হারায়। ওপেনার টনি জি জরি। প্রতিপক্ষের ৬ উইকেটের ৫টিই নেন তাইজুল। তার স্পেল ১৫-২-৪৯-৫। ৪৮ টেস্ট ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ বা ততধিক উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে এটা তার ৪ টেস্টে ১৫ উইকেট। যেখানে প্রোটিয়া একাদশে পেসার খেলেছেন দুজন, সেখানে নাজমুল বাহিনী খেলিয়েছে একমাত্র হাসান মাহমুদকে। ৮ ব্যাটার নিয়ে খেলেছে জাকির আলি অনীককে অভিষেক করিয়ে।
শিরোনাম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লোকসভায় যা বললেন জয়শঙ্কর
- প্লাস্টিক কতটা ভয়ঙ্কর, জীবাণু ছড়াচ্ছে অ্যান্টার্কটিকাতেও!
- আল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা
- রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৫
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
আপডেট:
এক দিনে পতন ১৬ উইকেটের
আসিফ ইকবাল
টপিক
এই বিভাগের আরও খবর