বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মনির মিয়া হত্যা মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ। নতুন মামলায় গ্রেপ্তার কামরুল, মেনন, মামুন, মশিউর, কিরণ : সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর পৃথক থানার করা পাঁচ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলাম, মতিঝিল থানার মামলায় রাশেদ খান মেনন, চকবাজার থানার মামলায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও মশিউর রহমান এবং উত্তরা পশ্চিম থানার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানিকালে কামরুল ইসলামের আইনজীবী জামিন আবেদনের বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, জামিন শুনানি আমলি আদালতে করবেন। এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে বলেন, জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই। এরপর কামরুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সঙ্গে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন। তখন আদালতকে কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ডাক্তার। তার সঙ্গে দেখা করা প্রয়োজন। শুনানি শেষে আদালত কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে আদেশ পরে দেবেন বলেন জানান।
শিরোনাম
- স্বর্ণের দামে আবারও রেকর্ড
- কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল
- ফেন্সিডিলসহ মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ৫
- ডাকাতির হটস্পট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আতঙ্কে যাত্রী ও চালকরা
- ‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ইমাম
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ
- স্বাস্থ্যকর টয়লেট ও নিরাপত্তাহীনতায় ভুগছেন নাটোরের নারী শ্রমিকরা
- সাভার থেকে ঢাকায় আনা হয়েছে তামিমকে
- ‘বঙ্গবন্ধু এভিনিউ’ এখন ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’
- সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন
- এনসিপির নাম নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনে চিঠি
- চোট নিয়ে মাঠ ছাড়লেন তপু বর্মণ
- চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ : টুকু
- সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সুপারিশ প্রণয়নে কমিটি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান
- কসবায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- আন্দোলনে গুলি : রাজবাড়ী যুবলীগের সভাপতি গ্রেফতার
- ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
- কাপড় কাটার কাঁচি দিয়ে পল্লি চিকিৎসককে খুন
- কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল আটক
পলক রিমান্ডে, নতুন মামলায় কামরুল মেনন গ্রেপ্তার
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর