আর্মি এভিয়েশন গ্রুপের অধীন এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী গতকাল ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশনে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
আইএসপিআর জানায়, ‘গতি ও নিপুণতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ ১৯৭৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর হতে তরুণ সামরিক এবং পুলিশ কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই শুরু হওয়া এই কোর্সে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর চারজন ও পুলিশের দুজনসহ ২৪ জন তরুণ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; কোয়ার্টার মাস্টার জেনারেল; পুলিশের আইজি এবং সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।