বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আমরা একেবারেই একমত নই। আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনটা দ্রুত হওয়া দরকার দুটি কারণে। একটি হচ্ছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা। তিনি আরও বলেন, বিএনপি আনুপাতিক হারে ভোট পদ্ধতির পুরোপুরি বিরোধী, অত্যন্ত জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে- জাতিসংঘের এই প্রতিবেদনে আমরা স্বস্তি প্রকাশ করছি যে, এতে সত্য ঘটনাগুলো উদঘাটিত হয়েছে। তারা সঠিকভাবেই বলেছে যে, একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকান্ড ঘটেছে। যত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন সব তার নির্দেশেই হয়েছে। তার নির্দেশে গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিবেদনে এটাই ফুটে উঠেছে। তিনি বলেন, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন এবং গণহত্যা করেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগী সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতিসংঘের প্রতিবেদনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘আয়নাঘর’ পরিদর্শন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আয়নাঘর সম্পর্কে আমরা শুরু থেকেই বলে আসছি। যখন আয়নাঘর নিয়ে আমাদের প্রতিবেদনটা বের হয় তখন বিগত সরকার (আওয়ামী লীগ) তা পুরোপুরি নাকচ করেছে। তারা বলে যে, এ ধরনের কিছু নেই। আমরা অতীতে যে কথা বলেছিলাম, এখন সেগুলো সত্য প্রমাণিত হয়েছে।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আগে স্থানীয় নির্বাচন দাবি দেশ ভঙ্গুরের পরিকল্পনা
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
৩৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৬ ঘণ্টা আগে | জাতীয়