নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে রাজধানী ঢাকায় বিশাল জমায়েতের পরিকল্পনা করছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। ২৬ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে ৩ লক্ষাধিক লোকের উপস্থিতিতে রাজনৈতিক দলের ঘোষণা দিতে চান তারা। ওই দিন সারা দেশ থেকে ঢাকায় আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। সংগঠনের দুটি সূত্র থেকে এসব তথ্য জানা যায়। দলের অর্গানোগ্রাম, ঘোষণাপত্র, সময়সহ সবকিছু চূড়ান্ত হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানান দল গঠনের সঙ্গে জড়িত নেতারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কর্মসূচিবিষয়ক উপকমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক দল হিসেবে নিজেদের শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশের দিন সারা দেশ থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসবেন। আশা করছি, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব মিলিয়ে ৩ লক্ষাধিক লোকের জনসমাগম হবে। তিনি বলেন, অনেকেই আছেন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। নতুন দলের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও আমরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারিনি। আত্মপ্রকাশের দিন তাদের আমাদের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাধারণ জনগণকে তরুণদের রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত করতে মঞ্চের আশপাশে একাধিক প্যাভিলিয়ন রাখা হবে। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র ও মিডিয়া সেল প্রধান মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত পাঁচ মাসে সারা দেশে থানা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির ৩৮৫টি প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। সবকটি কমিটির প্রতিনিধিদের ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশের প্রায় ৩০টি জেলা, চারটি মহানগরসহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারাও উপস্থিত থাকবেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে সূত্র জানায়, প্রথমে আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ ঘটবে রাজনৈতিক দলের। এরপর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাউন্সিলের মাধ্যমে। আহ্বায়ক কমিটির পদপদবি নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে বিবাদ থাকলেও তা এখন অনেকটাই সমাধানের পথে। আহ্বায়ক কমিটিতে পদসংখ্যা বাড়িয়ে সব পক্ষের প্রতিনিধিদের অবস্থান নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আহ্বায়ক কমিটিতে নারী ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্বও যেন থাকে সেই দিকটি নিয়েও ভাবছেন তরুণরা। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ চারটি পদ- আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এগুলোর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ তৈরি করা হতে পারে। শীর্ষ এসব পদে পর্যায়ক্রমে আলোচনায় আছেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী আহসান জুনায়েদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নারী ও সংখ্যালঘু কোটায় গুরুত্বপূর্ণ পদের ভাবনায় রয়েছেন সামান্তা শারমিন ও অনীক রায়।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
সবার দৃষ্টি তরুণদের নতুন দলে
আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি
শরিফুল ইসলাম সীমান্ত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
১ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৪ ঘণ্টা আগে | জাতীয়