বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার দুই পরিবারকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার অভিযোগ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ন্যায়বিচার চেয়ে কলকাতা হাই কোর্টে আদালতে মামলাটি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, দুই দিনের মধ্যে বিচারপ্রতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শুরু হবে। আবেদনকারীদের আইনজীবী শবনম সুলতানা জানান, ‘ওই দুই পরিবারের সদস্যরা কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছি, ওই দুই পরিবারের সদস্যদের খুঁজে বের করে আদালতের সামনে উপস্থাপন করা হোক।’ অন্যদিকে রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য সামিরুল ইসলাম জানান, ওই দুই পরিবারের সদস্যদের খুঁজে বের করতে এবং নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য প্রশাসনের তরফ থেকে কেন্দ্র এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ওপরে চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন ‘বিষয়গুলো নিয়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, সংসদেও উত্থাপন করা হবে। বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও চিঠি পাঠানো হচ্ছে।’