আবহাওয়া অফিস জানাচ্ছে, মিরপুরে আজ হালকা বৃষ্টি হবে। আর্দ্রতা বেশি থাকবে বলে তাপমাত্রা হবে প্রচণ্ড। অবশ্য বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের সূর্যের তাপে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। টি-২০ সিরিজের ম্যাচ তিনটি হবে সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটের আলোয়। মিরপুর স্টেডিয়ামে ২০২১ সালের পর দুই দল ফের মুখোমুখি হচ্ছে টি-২০ সিরিজে। মাঝে অবশ্য টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে খেলেছে বেশ কয়েকবার। মিরপুরে দুই দল সর্বশেষ টি-২০ সিরিজ খেলেছিল চার বছর আগে। সর্বশেষ টি-২০ সিরিজটি খেলেছিল চলতি বছরের মে-জুনে, পাকিস্তানের লাহোরে। নতুন করে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত লিটনের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর টাইগাররা প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছিল সিরিজে। ৫০ দিন পর দুই দল আবারও মুখোমুখি হচ্ছে। লিটনের নেতৃত্বে এবার টাইগাররা খেলতে নামছে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতে দেশে ফিরেছেন লিটনরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ খেলবে ১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বার টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে।
বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একবারই সিরিজ জিতেছিল ২০১৫ সালে। দুই দল এখন পর্যন্ত ছয়টি সিরিজ খেলেছে। পাঁচটিই জিতেছে পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ম্যাচ খেলেছে ২২টি। বাংলাদেশের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১৯টি। লিটন বাহিনী আত্মবিশ্বাসী ক্রিকেট খেললেও প্রতিপক্ষ পাকিস্তান যথেষ্ট শক্তিশালী। মিরপুরের উইকেট যেমন পরিচিত লিটন বাহিনীর প্রত্যেক ক্রিকেটারের কাছে, সফরকারীদের কাছেও একই রকম পরিচিত। দলটির স্কোয়াডের ৯ ক্রিকেটারেরই বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতাই কাজে লাগাতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ীই পরিকল্পনা সাজিয়েছি।’ প্রতিপক্ষকে শক্তিশালী ভেবেই টাইগার অধিনায়ক লিটনও ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইছেন, ‘পাকিস্তান যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমরা একটি মোমেন্টামের মধ্যে রয়েছি। শ্রীলঙ্কায় একটা ভালো সিরিজ খেলে এসেছি। আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ টি-২০ ম্যাচ খেলেছে ৪৫টি। জয় ২২টি এবং হার ২৩টি। পাকিস্তান ১৩টি খেলে জিতেছে আটটি। মিরপুরে ১৪ মাস পর টি-২০ ম্যাচ হচ্ছে। সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আফ্রিকান প্রতিনিধিরা ম্যাচটি জিতেছিলেন ৮ উইকেটে। হারের ধাক্কা সামলে জয়ে জয়ে ফিরতে চাইছে লিটন বাহিনী।