গাজীপুরের টঙ্গী বিসিক রেলগেট সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ফেমাস কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে। আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মকর্তা জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান এবং কেমিক্যাল দোকানদার বাবু। এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। পাশের দোকানদাররা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন,
টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।