২০১৮ সালের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনের ছয় মাস আগে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করলেই কেবল নতুন দল নিবন্ধনের সুযোগ পাবে। এর আগে কোনো দলের নিবন্ধন দেবে না ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নামের একটি দল নিবন্ধনের জন্য আবেদন করায় আপাতত কোনো দলের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনকি এই দলটিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বিষয়টি। চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন কমিশন যেহেতু বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তাই এই মুহূর্তে কোনো দলের নিবন্ধন নয়। নিবন্ধন-সংক্রান্ত এ চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে। এ ছাড়া কমিশনও নির্বাচনের ছয় মাস আগে দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করবে। নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৮টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। আর নিবন্ধন পায় ৩টি দল। ফলে সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় ৪১টিতে। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন আদালত। ফলে বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪০টি। গত ২০ আগস্ট নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল। ইসির কর্মকর্তারা বলেন, এই বাকশাল সেই বাকশাল না হলেও তারা এই নামে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদর কাছে সম্প্রতি দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম এ আবেদন করেন। ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে তা পাঠিয়েছেন সিইসি। তবে বাছাই কমিটি বলছে, সেই বাকশালের সঙ্গে এই বাকশালের কোনো সম্পর্ক নেই। ওই সময়ের বাকশাল একেবারেই বিলীন হয়ে গেছে। ইসি যখন নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করবে তখনই তাদের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
শিরোনাম
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
- ‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের
- গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার
- নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক
- জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?
- নাইক্ষ্যংছড়িতে এসিড নিক্ষেপ: গৃহবধূর মৃত্যু
- কুষ্টিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলার আয়োজন
- জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করে: চট্টগ্রাম ডিসি
- সাংবাদিক জাকারিয়া চৌধুরীর পিতার দাফন সম্পন্ন
- সুন্দরবনে নদীর স্রোতে ভেসে গেল মাদরাসা ছাত্র
- ফাজিল পরীক্ষার ফল সোমবার
- দিনাজপুরে স্পীড ব্রিডিং কর্মশালা: অতিদ্রুত গমের জাত উদ্ভাবনে নতুন দিগন্ত
- শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বরকত উল্লাহ বুলু
নতুন দলের নিবন্ধন নয় ২০১৮ সালের আগে
গোলাম রাব্বানী
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম