৮ জানুয়ারি, ২০২৩ ১৬:২২

হার্টের অজানা জানা কথা

অধ্যাপক শুভাগত চৌধুরী

হার্টের অজানা জানা কথা

অধ্যাপক শুভাগত চৌধুরী

দেহের যন্ত্রগুলো সম্বন্ধে আমরা কিছু জানি আর জানতেই থাকি। এক আশ্চর্য যন্ত্র এই হার্ট। এই হৃদপিণ্ড। প্রতিদিন কতবার স্পন্দিত হয় এই হৃদযন্ত্র? গড়ে হার্ট প্রতি মিনিটে স্পন্দিত হয় ৭২ বার। দিনে ১০০, ০০০ বার। বছরে ৩৬ মিলিয়ন বার। জীবনে ২.৫ বিলিয়ন বার।

কত ওজন হৃদপিণ্ডের? 
সুস্থ হৃদপিণ্ডের ওজন মাত্র ১১ আউন্স গড়ে, ৩০০ গ্রাম। প্রতিদিন ৬০০০০-মাইল রক্তনালীর ভেতর দিয়ে ২০০০ গ্যালন (৭৫০০ লিটার) রক্ত পাম্প করে। 

কী পরিমাণ শক্তি ব্যবহার করে হার্ট ?
মাত্র ২ ওয়াট। মগজ ব্যবহার করে বিশ্রামের সময় ১৫-২০ ওয়াট।

রক্তের কীভাবে বিতরণ ঘটে সারা শরীরে?
৫% যায় হার্টে ( রক্ত প্রথম গ্রহণ করে হার্ট নিজেই) 
২০% মগজে আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে
২২% যায় কিডনিতে
৫৩% অন্যান্য যন্ত্রে 

কত সংখ্যক টিস্যু পায় রক্ত?
হার্ট থেকে পাম্প করা রক্ত পায় ৩০-৪০ ট্রিলিয়ন দেহ কোষ 

হার্টের কাজকর্ম কীভাবে হয় নিয়ন্ত্রিত?
হার্ট স্বয়ংক্রিয়ভাবে স্পন্দিত হয় হার্টের সাইনোআট্রিয়াল নোড (এসএনোড ) এর পেসমেকারের দ্বারা সূচিত আর প্রবর্তিত হয়ে।
হার্টের অন্তর্জাত পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্নায়ুসূত্রের মধ্য দিয়ে বৈদ্যুতিক স্পন্দন যায় আট্রিয়া থেকে ভেন্ট্রিকলে। বা অলিন্দ থেকে নিলয়ে।
হার্টের কাজকর্মের নিয়ন্ত্রক তিনটি স্নায়ু সিস্টেমের মাধ্যমে। 

গড়ে একজন নারীর হৃদপিণ্ড পুরুষের চেয়ে একটু দ্রুত ধাবিত হয়। নারীর প্রতি মিনিটে গড়ে ৭৮ বার, পুরুষের গড়ে ৭০ বার।  

হার্টের উপর অনিদ্রার আছে প্রভাব
অনিদ্রার জন্য হার্টে স্পন্দনে অনিয়ম ঘটে।

বিশ্রামের সময় কত দ্রুত রক্ত চলে মানবশরীরে
হার্ট থেকে ফুসফুসে রক্ত চলাচলে লাগে ৬ সেকেন্ড
মগজে আসতে যেতে লাগে ৮ সেকেন্ড
পায়ের পাতাইয় যেতে আসতে ১৬ সেকেন্ড

সব অর্গান আর টিস্যু কি রক্ত পায় 
দেহের একমাত্র জীবিত অঙ্গ হল কর্নিয়া যা রক্ত পায় না। রক্তনালী না থাকার জন্য এটি পুষ্টি পায় চোখের রস আর অশ্রুর মাধ্যমে। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর