মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
হেলথ কর্নার

গরমে যেসব ফল প্রশান্তিদায়ক

বেল : কাঁচা বেল সিদ্ধ করে খেলে হজম শক্তি বাড়ে এবং সকালে খালি পেটে খেলে পেটের অসুখ ভালো হয়। পেঁপে : পাকা পেঁপে কোষ্ঠ পরিষ্কার করে, বায়ু নাশ করে। বদহজমের রোগীরা পেঁপে খেলে উপকার পাবে। কাঁচা পেঁপের আঠা বীজ ক্রিমিনাশক, প্লীহা ও যকৃতের পক্ষে হিতকারী।

শসা : আপনার প্রতিদিনের ভিটামিন সি ও ভিটামিন ‘কে’ এর চাহিদা পূর্ণ করতে পারে এ বহুল প্রচলিত খাবারটি। আপনার প্রতিদিনের সালাদে রাখুন অনেকখানি শসা।

তরমুজ : তরমুজের শরবত শরীরকে ঠান্ডা ও তাজা রাখে। তরমুজের রস খেলে শরীরের লাবণ্য বজায় থাকে।

ডাবের পানি : রয়েছে যথেষ্ট পরিমাণে পটাসিয়াম যা গরম কমানোর অন্যতম উপাদান।

সূত্র : হেলথ জার্নাল।

সর্বশেষ খবর