আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক গ্রহ বুধ, কর্মফলদাতা শনি ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণমুক্তি পথ খুলবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় মন আনন্দে নাচবে। অত্যাবশ্যকীয় বিদেশগমনের পথে বাধা আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মীমাংসা হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকাপয়সাহ হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। একদিকে আয়-উপার্জন কম অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধবরা হাত বাড়িয়ে ধরবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা পুরস্কারে ভূষিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বেকারদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। দীর্ঘদিনের বাণিজ্যিক স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশগমনের পথ প্রশস্ত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ছায়া দিয়ে বাঁচাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতম চলতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে তথা ওই বিবাহে প্রচুর উপহার-উপঢৌকনও প্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। বিরোধীপক্ষ আপনার উন্নয়ন দেখে পিছু হটবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। আয় বুঝে ব্যয় করুন নচেৎ ধারদেনা করার প্রয়োজন পড়বে। হারানো বুকের ধন বুকে ফেরার পথ প্রশস্ত হবে। অবশ্য শ্রমিকদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশগমনের পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। দিনটি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে।