দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ৩৫টি পদে আগামী ২৮ মে ভোট হবে। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, ভোটার নমিনেশন দাখিল করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত। ২৪ এপ্রিল পর্যন্ত চলবে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল। প্রত্যাহারের সুযোগ থাকবে ৬ মে পর্যন্ত। ভোট দিতে সদস্যদের বকেয়া চাঁদা ২৯ মার্চের মধ্যে পরিশোধ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নির্বাচনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজিএমইএ নির্বাচনী বোর্ড সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি অন্তরালে চলে যান। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার অনুপস্থিতিতে পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর বিজিএমইএর পর্ষদ ভেঙে দেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসায় সরকার। সেই দায়িত্ব পান ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। প্রশাসক হিসেবে আনোয়ার হোসেনকে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করা ও পোশাক খাত অস্থিতিশীল হয়ে উঠলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হয়। বিজিএমইএর সবশেষ নির্বাচন হয় গত ৯ মার্চ। ২০২৪-২৬ মেয়াদের ওই নির্বাচনের সব পদেই জয়ী হন ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের প্রার্থীরা। ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি পরিচালক পদে প্রার্থী ছিলেন ৭০ জন। তাদের মধ্যে ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ জন; চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত হন নয়জন। ১৫১০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন সেহা ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান কচি।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি