রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ইন্টারনেটে আধিপত্য রোবটের

ইন্টারনেটে আধিপত্য রোবটের

নতুন তথ্যানুযায়ী ইন্টারনেট ট্রাফিকের জন্য মানুষ নয়, বরং দায়ী করা হয়েছে রোবটকে।

ইন্টারনেট ট্রাফিকের শতকরা ৬০ ভাগ হচ্ছে রোবটের মাধ্যমে বলে ওয়েব সিকিউরিটি ফার্ম ইনকেপ্সুলা প্রকাশিত তথ্যে বলা হয়েছে।

মার্কিন সংবাদ সমায়িকী টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের অনলাইন ট্রাফিকের কারণ বের করতে ইনকেপ্সুলা গবেষণাটি চালায়। এতে দেখা যায়, সফটওয়্যারে হ্যাকিং টুলস থেকে স্প্যামারদের সংখ্যা ২০১২ সালের চেয়ে ২১ ভাগ বেড়ে গেছে। আর এতে ওয়েবসাইটে রোবটের অংশগ্রহণের পরিমাণ ৫১ ভাগ।

এরমধ্যে ৩১ ভাগ রোবট দিয়ে ক্ষতিকর কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

সর্বশেষ খবর