পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার। এর আগে তিনি দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের আধা সামরিক রেঞ্জার্স ফোর্সের দায়িত্ব্বে ছিলেন। আগামী ১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।
সেনাপ্রধানের পর সামরিক বাহিনীতে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত এই গোয়েন্দাপ্রধান। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার হটানোর আন্দোলনের সময়ে তাকে আইএসআইয়ের মহাপরিচালক হিসেবে নাম ঘোষণা করা হলো। সেনা মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া এক টুইট বার্তায় অন্যান্য সেনা কর্মকর্তার পদোন্নতিসহ এ ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়া।