Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০২

ইনফো বাজার

ভি-১১ প্রো এবং ভি-১১

ইনফোটেক ডেস্ক

ভি-১১ প্রো এবং ভি-১১

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো, ভি সিরিজের সর্বশেষ আকর্ষণ ভি-১১ প্রো এবং ভি-১১ বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট দুটি উন্মোচন করা হয়।

ভিভো গ্লোবাল ব্র্যান্ড টিমের পক্ষ থকে ভিভো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডিউক, গ্লোবাল ব্র্যান্ড টিমের ব্রেন্ট লরি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিভো ভি-১১ প্রো-তে রয়েছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি যা সাধারণ ফাস্ট চার্জিং টেকনোলজির চেয়ে দুই গুণ বেশি দ্রুততর এবং ভি-১১ এ রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি। ভিভো ভি-১১ প্রো এর সঙ্গে ভিভো নিয়ে আসছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যা বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে এই প্রথম, এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ভিভোর ট্রেন্ডসেটার খেতাবটি সুসংহত হলো। নতুন দুটি ফোনের রয়েছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি রিয়ার ক্যামেরা, মোট তিনটি ক্যামেরা, যা গ্রাহকদের সেরা ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে ভিভোর প্রতিশ্রুতির প্রতিফলন।

ভি-১১ প্রোতে আরও থাকছে হেলো ফুল ভিউ ডিসপ্লে।


আপনার মন্তব্য