বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার লক্ষ্যে একটি আইনত চুক্তির বিষয়ে প্যারিস সমঝোতাকে বিশ্বের জন্য একটি যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসঙ্গে জলবায়ু চুক্তির বিষয়ে প্যারিসে অনুমোদিত সমঝোতার পেছনে নিজ প্রসাশনের ভূমিকার কৃতিত্ব নিয়েছেন তিনি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্বাস্থানীয় ভূমিকা রেখেছে বলে জানান ওবামা। খবর এপির
ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল শনিবার একটি বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে ১৯৬টি দেশ সম্মত হয়। মূলত প্যারিসে উত্থাপিত জলবায়ু চুক্তির খসড়ায় অনুমোদন দেয় দেশগুলো। আগামী বছরের ২২ এপ্রিল নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
প্যারিসে পৌঁছানো জলবায়ু সমঝোতার বিষয়ে ওবামা বলেন, 'অামি মনে করি এটা বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা দেখিয়ে দিয়েছি যে বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অামাদের ইচ্ছা ও সামর্থ্য দুটোই আছে।'
বৈশ্বিক জলবায়ু চুক্তির ব্যাপারে প্যারিসে সফল সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকার কৃত্বিত্বও নিয়েছেন ওবামা । তিনি বলেন, 'অাজ আমেরিকান জনগণ গর্বিত হতে পারে কারণ এ ঐতিহাসিক সমঝোতা আমেরিকান নেতৃত্বের প্রতি এক ধরনের সম্মান। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে গত সাত বছরে আমরা যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নেতৃত্বে রূপান্তর করেছি।'
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ