তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে গতকাল এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ৭৫ জন আহত হয়েছে। আঙ্কারার কেন্দ্রস্থলের কিজিলে এলাকার গুভান পার্কের কাছে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় কয়েকটি বাস স্টেশন রয়েছে আর বিস্ফোরণের পরই কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।
তুরস্কের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, গাড়ি বোমা দিয়ে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। অপর এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা গেছে।
হামলার দায় কেউ দায় স্বীকার করেনি। কিন্তু তুর্কি এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিক আলামতে মনে হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তিনি বলেন, পিকেকে বা পিকেকে’র সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক আলামতে মনে হচ্ছে।
আঙ্কারার কেন্দ্রস্থলে বোমা হামলার এক মাসের কম সময়ের মধ্যে এ হামলা হলো। আগের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছিল এবং পিকেকে এ হামলার দায় স্বীকার করেছিল।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ