ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 'অগ্নি ১' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষা উপকূলবর্তী একটি পরীক্ষা কেন্দ্র থেকে আজ সকালে ৭ শ' কিলোমিটার পাল্লার এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান। ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষামূলক ব্যবহারের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হলো। খবর পিটিআই'র
আজ সকাল সোয়া ৯টায় আবুল কালাম দ্বীপের [হুইলার দ্বীপ] সমন্বিত টেস্ট রেঞ্জের ৪ নম্বর লঞ্চ পেড থেকে সলিড জ্বালানিচালিত 'অগ্নি ১' ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে ওই কর্মকর্তা জানান। ১২ টন ওজনের এক স্টেজের এই ক্ষেপণাস্ত্রটি সাতশ' কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে অাঘাত হানতে সক্ষম।
মাত্র ৯ মিনিট ৩৬ সেকেন্ডে ক্ষেপণাস্ত্রটি সাতশ' কিলোমিটার পথ পাড়ি দেয়।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ