শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের দ্বিতীয় ছেলে নৌবাহিনীর লেফটেন্যান্ট ইয়োশিতা রাজপাকশে জামিন পেয়েছেন।
অর্থ পাচারের একটি মামলায় মি. ইয়োশিতা ও আরো চারজনকে আজ কলম্বোর হাইকোর্ট জামিন দেন। গত জানুয়ারির ৩০ তারিখে দেশটির অার্থিক অপরাধ তদন্ত বিভাগ [এফসিআইডি] তাদেরকে গ্রেফতার করেছিল। খবর দ্য হিন্দুর
কার্লটন স্পোর্টস নেটওয়ার্কের [সিএসএন] কথিত অর্থ পাচারের একটি মামলায় যোগসাজশে গ্রেফতার করা হয়েছিল মি. ইয়োশিতাকে। এ ঘটনায় গত মাসে শ্রীলংকান নৌবাহিনী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ