মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে আজ মঙ্গলবার। সোমবার পার্লামেন্টের স্পিকার মান উইন খাইং থান নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির দিনটি ঘোষণা করেন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনের দিকে রয়েছে থিন কিয়াও, টিন মিয়ো উইন, টিন মার অংয়ের নাম। তবে এদের মধ্যে অং সান সু চির দীর্ঘদিনের সহযোগী থিন কিয়াও এগিয়ে আছেন। দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানের পর প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে দেশটিতে।
গত বছর নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে। নিজের দলের এত বড় জয়ের পরও দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি। কেননা সু চির স্বামী ছিলেন বিট্রিশ নাগরিক। সংবিধান অনুযায়ী স্বামী বা সন্তান অন্য দেশের নাগরিক বলেই সু চির প্রেসিডেন্ট হওয়া আটকে গেছে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে সু চির দলের কেউ নির্বাচিত হলে পেছন থেকে কল কাঠি নাড়বেন সু চি। কিন্তু এ ধারণা মিথ্যা প্রমাণ করেন সু চি। তিনি ঘোষণা করেন প্রেসিডেন্টের ওপর কোনো প্রভাব খাটানো বা প্রেসিডেন্টের দায়িত্বে নাক গলানোর কোনো ইচ্ছেই তার নেই। এর আগে প্রেসিডেন্টের মনোনয়নের যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন না সু চি।
দেশটির নির্বাচনী ব্যবস্থায় পার্লামেন্টের উভয়কক্ষ থেকে একজন করে প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন পাবেন। এছাড়া সেনাবাহিনী তাদের একজন প্রার্থীকে মনোনয়ন দেবে।
যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। বাকি দুইজন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। নতুন প্রেসিডেন্ট এপ্রিলের ১ তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৬/ এস আহমেদ