পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারে একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বুধবার পাকিস্তানি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারি বহনকারী বাসটি পেশোয়ারের মারদান এলাকা থেকে রাজধানীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহতের পাশাপাশি অন্তত ২৫ জন আহত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে খবরে বলা হয়, বোমাটি বাসের ভেতরে কৌশলে বিস্ফোরণ ঘটনো হয়। এসময় বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন।
টিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বাসটি আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এখন পর্যন্ত এই হামলার কথা কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব