হোস্টেল রুমে গরুর মাংস রান্না করার গুজবে রাজস্থানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার কাশ্মীরি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে।
গত সোমবার রাজস্থানের রাজধানী জয়পুর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত চিতোরগড়ের মেবার বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী পেটানোর ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ এসে দুর্বৃত্তদের হাত থেকে ওই চার কাশ্মীরি ছাত্রকে উদ্ধার করে।
এই ঘটনায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা ক্যাম্পাসের মধ্যে গরুর মাংস রান্না করার বিরোধীতা করে স্লোগান দিতে থাকে বলে জানা গেছে।
পুলিশের তরফে বলা হয়েছে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা গেছে। নাম না জানানোর শর্তে এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছে রান্না করা মাংস পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।
মেবার বিশ্ববিদ্যালয়ের লিয়াঁজো অফিসার হরিশ গুরনানি জানান ‘দেশের ২৩ টি প্রদেশের ছাত্র-ছাত্রীরা আমাদের এখানে পড়াশোনা করে। এটা অনেকটা মিনি ইন্ডিয়া (ক্ষুদ্র ভারত)-এর মতো। সেক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডল থেকে ছাত্র-ছাত্রীদের সমাগমের কারণে কখনও কখনও ছোটখাটো ঘটনা হতেই পারে’।
এদিকে, কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একাধিক গণমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে এই ঘটনায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছেন আবদুল্লাহ। তার অভিযোগ সারা ভারতজুড়েই কাশ্মীরি ছাত্রদের দূরে সরিয়ে রাখা হচ্ছে ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা