বিজেপি নেতৃত্বাধীন ভারতের জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারকে তোপ দাগতে গিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের ব্যর্থতা স্বীকার করে নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী!
বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে অন্ধপ্রদেশ রাজ্য থেকে আগত দলীয় কর্মীদের উদ্যেশ্যে বক্তব্য রাখছিলেন সোনিয়া। অন্ধপ্রদেশ রাজ্য সরকারকে বিশেষ মর্যাদা না দেওয়ায় কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিতে গিয়েই এই ভুল করে বসেন সোনিয়া।
সে সময়ই লেখা বিবৃতি পেশ করতে গিয়ে সোনিয়া বলেন ‘প্রায় দুই বছর হতে চললো অথচ আমরা কোন কাজই দেখতে পেলাম না। ইউপিএ সরকারে শাসনকালে কোন উদ্যোগই নেওয়া হয়নি’।
সোনিয়া যখন এনডিএ সরকারের বদলে ইউপিএ সরকারের নাম বলে ভুল করে বসেন তখন নেত্রীর পাশেই বসে ছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, অন্ধপ্রদেশ রাজ্যের কংগ্রেস সভাপতি ড. রঘুবীরা রেড্ডি।
অন্ধপ্রদেশ থেকে আগত কংগ্রেস কর্মীদের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাতের সময় না দেওয়ায় মোদির বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া বলেন ‘আমার মনে হয়, আপনারা হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু আপনাদের সাথে সাক্ষাত করতে তিনি (প্রধানমন্ত্রী) হয়তো ভয় পাচ্ছেন।
প্রসঙ্গত ২০১৪ সালের গোড়ার দিকে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-টু ক্ষমতায় থাকাকালীন সময়েই অন্ধপ্রদেশ ভেঙে পৃথক তেলঙ্গেনা রাজ্য গঠিত হয়। সেময়ই কর ছাড়া, আর্থিক সুবিধা সহ অন্ধকে পাঁচ বছরের জন্য বিশেষ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করা হয়। যদিও দুই বছর হয়ে গেলেও তা এখনও কার্যকরা করা হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন