গরুকে 'রাষ্ট্রমাতা' ঘোষণার দাবি এবং গো হত্যার প্রতিবাদে ভারতে বিষপান করে আত্মহত্যা করলেন এক যুবক। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সাতজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে।
পুলিশ সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার গুজরাটের রাজকোট এলাকায় কালেক্টরের কাছে গরুকে রাষ্ট্রমাতা ঘোষনার দাবি ও গো-হত্যার প্রতিবাদে ২৪ ঘন্টা সময় দিয়ে 'গো রক্ষা একতা সমিতি' নামে এক সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হলে তারা কালেক্টরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং আত্মহত্যার হুমকি দেয়। এরপরই বিষ খেয়ে আটজন আত্মহত্যার চেষ্টা করেন।
তাদের প্রত্যেককে দ্রুত নিয়ে যাওয়া হয় সিভিল হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মুত্যু হয় গাবরু ভারবাদ (৪০)নামে এক ব্যক্তির। বিশ্ব গো রক্ষা সমিতির জাতীয় সভাপতি ছিলেন এই ভারবাদ।
রাজকোটের কালেক্টর মণীশা চন্দ্রা জানান, গত বুধবারই আমাদের তরফে বিক্ষোভকারীদের এই চূড়ান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা হয়েছিল। তাদের বলা হয়েছিল যে, ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের উর্দ্ধতন কর্মকর্তার কাছেও তাদের দাবির বিষয়টি জানানো হয়েছিল।
এদিকে প্রতিবাদ করতে গিয়ে এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় শুক্রবার রাজকোটে হরতাল ডেকেছে গো রক্ষা সমিতি। এই ঘটনায় নতুন করে সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৪ কোম্পানি স্টেট রিজার্ভ পুলিশ (এসআরপি)।
কালেক্টর চন্দ্রা জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ ২০১৬/ এস আহমেদ