রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্টভে একটি যাত্রীবাহী প্লেন দুর্ঘটনায় বিমানটির ৬১ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে স্থানীয় একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আরোহীদের মধ্যে ৫৫ জন ছিল এর যাত্রী আর বাকিরা সবাই ক্রু। নিহতের বেশিরভাগই রুশ নাগরিক। যাত্রীদের মধ্যে তিনজন বিদেশি রয়েছে বলে দেশটির ইমাজেন্সি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের
ফ্লাইদুবাই এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি আজ স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে রোস্টভ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটি ৬১ জন আরোহী নিয়ে দুবাই থেকে ফিরছিল। রুশ ইমাজেন্সিস মিনিস্ট্রি এক বিবৃতিতে একথা জানায়। এতে আরো বলা হয়, বিমানটি প্রথমবার অবতরণ করতে ব্যর্থ হয়। অবতরণের লক্ষ্যে দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়েই এটি বিধ্বস্ত হয়।
নিহতদের বেশিরভাগই রাশিয়ান এ কথা জানিয়ে আঞ্চলিক গভর্নর স্থানীয় টেলিভিশনে বলেন, বিমানটির যাত্রী তালিকায় তিনজন বিদেশির নাম রয়েছে। তবে এ তথ্য যাচাই করতে হবে। '
উল্লেখ্য, ফ্লাইদুবাই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি এয়ারলাইন্স যেটি বিশ্বের ৯০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এটি ২০০৯ সালে যাত্রা শুরু করে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ