কিউবার এক নারী চিঠি লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আমন্ত্রণ জানিয়েছিলেন তার বাড়িতে এসে এক কাপ কফি পানের। নিছক শখের বশেই লেখা। কিন্তু ওই নারীকে অবাক করে দিয়ে সেই চিঠির জবাব দিয়েছেন ওবামা। খবর বিবিসির।
দু`দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি হাতে পেয়েছেন ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী।
হাভানার বাসিন্দা ইলিয়ানাকে ওবামা এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ওবামার লেখা চিঠিটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি।
ওবামাকে আমন্ত্রণ জানিয়ে লেখা ওই চিঠির মধ্য দিয়ে দু`দেশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বলে পাল্টা চিঠিতে উল্লেখ করেছেন ওবামা।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/ এস আহমেদ