তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি শপিং এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে এক ব্যক্তির মৃত্যুৃ হয়েছে ও আরো কমপক্ষে ৬ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর বিবিসির
বিস্ফোরণের পরপরই লোকজনকে ভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। এ ছাড়া পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গেছে। ইস্তাম্বুলের শপিং সড়ক হিসেবে পরিচিত ইস্তিকলাল সড়কে এ বিস্ফোরণ ঘটেছে। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবার সড়কটিতে কেনাকাটা করার জন্য প্রচুর মানুষ ভিড় জমান।
এর আগে গত রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভয়াবহ বিস্ফোরণে ৩৭ ব্যক্তির মৃত্যু হয়। কুর্দি জঙ্গি গোষ্ঠী টিএকে ওই হামলার দায়িত্ব স্বীকার করে। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র দলছুট শাখা টিএকে জানায়, তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সেনা অভিযানের প্রতিবাদে তারা ওই হামলা চালিয়েছিল।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ