তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বিস্ফোরণে দুইজন মার্কিন নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনা ৭ জন গুরুতরসহ আরও ৩৫ জন আহত হয়েছেন।
রাজধানীর ইসটিকলাল সড়কের টাকসিম স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে রবিবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, নিহত ৫ জনের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের দেশের দুই নাগরিক রয়েছেন বলে দাবি করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের দুই এবং ইরানের এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিজ নিজ দেশের কর্তৃপক্ষ দাবি করেছে। অন্যদিকে, তুরস্ক বলছে তাদের ২ নাগরিক মারা গেছেন।
এ বিষয়ে প্রতিবেদনে দুই মার্কিন নাগরিকের দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে বলে সংশয় প্রকাশ করা হয়েছে। অথবা মৃত্যুর সংখ্যা আরও বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবারের সকালে এই ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে ২৪ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে আবার ১১ জন ইসরাইলের নাগরিক বলে দাবি করেছে দেশটি।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব